অনলাইন ডেস্ক : রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে লংগদুতে এ ঘটনা ঘটে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভাসান্যাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী বলেন, শনিবার বিকেলে বাজার শেষে ভাসান্যাদাম ফেরার পথে চলন্ত বোটে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন: বোট চালক আক্কাস (৩৫), জিয়াউল হক (৪০) ও বাচ্চু মিয়া (৩০)।
একই সময় উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার বাসিন্দা রিনা বেগম (৩৬) বজ্রপাতে মারা যান।