শফিউল মঞ্জুর ফরিদঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান (বিপিএম-বার, পিপিএম-বার) এর নির্দেশনায় রাজধানীর বনানী থানা এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার লোকদের নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩রা মে’২৪ সোম বার রাত ৮টায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাহান হক এর আয়োজনে ও সভাপতিত্বে বননী ক্লাবের মিটিং রুমে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বনানী সোসাইটির ব্যবস্হাপনায় বনানী ক্লাবের মিটিং রুমে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন এডিসি (ডিবি) গুলশান জোন, এসি গুলশান জোন, বনানী ট্রাফিকের টিআই, বনানী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত), পুলিশ পরিদর্শক ( অপারেশন) সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনানী সোসাইটির সন্মানিত সভাপতি ও সেক্রেটারী, বনানী ক্লাবের সেক্রেটারী এ্যাডমিন, বনানী থানা আওয়ামী লীগ সভাপতি ও সেক্রটারী, বনানী থানা ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারী, তিতুমীর কলেজ ছাত্রলীগ সভাপতি ও সেক্রটারী, বনানী ক্লাবেব মহিলা ইসি মেম্বার সহ বিভিন্ন মার্কেটের সভাপতি,সেক্রেটারী, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকনরী প্রকৌশলী সহ বনানীর গন্যমান্য ব্যাক্তিবর্গের বিস্তারিত আলোচনা শেষে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাহান হক তার সমাপনী বক্তব্য বলেন আইন শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে পুলিশ বদ্ধপরিকর। সেই সঙ্গে আইন শৃঙ্খলার সমস্যার বিষয়ে অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সকলকে উৎসাহিত করে সভার সমাপ্তি ঘোষণা করেন। বনানী ক্লাবের উদ্যোগে সভা শেষে ডিনারের ব্যবস্হা করা হয়।