সেই সুন্দরী কষ্ট দিল মনেআখতার-আতা
কত কিছু জড়িয়ে ছিল সেই সুন্দরীর সনে,
হঠাৎ সে কিনা চলে গেলো কষ্ট দিয়ে মনে।
ডাকি তাকে বারে বারে মিষ্টি মধুর সুরে,
তোয়াক্কা না করে সে চলে গেলো দূরে।
কাঁচের মতো ভেংঙে গেলো ছোট্ট মনের দেয়াল,
ভাংতো না সেই দেয়াল করলে একটু খেয়াল।
নীড় হারা পাখি ভেবে নিয়ে ছিলাম তুলে,
সে কিনা হঠাৎ করে আমায় গেল ভুলে।
তার জন্য মায়া লাগে ভাসে ছবি চোখে,
ইচ্ছে করে তাকে টেনে নেই আবার বুকে।
আমার আঁখিতে সে আছে সন্ধ্যা তারা হয়ে,
তারাটি কভু নিভে না থাকি তার পথ ছেয়ে।