ঈদের আগে বাড়বে না নিত্যপণ্যের দাম: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: শুক্রবার (১৬ জুন) রংপুরে দুইদিনের সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের বাজারে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ঈদের আগে আর নিত্যপ্রয়োজনীয় কোনো দ্রব্যের দাম বাড়বে না। তবে ঈদকে ঘিরে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করলে কাউকেই ছাড় দেয়া হবে না।
 
পেঁয়াজের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখনও যথেষ্ট পরিমাণ ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকছে না। তবে খুব শিগগিরই পেঁয়াজের দাম কমে ৫০ থেকে ৫৫ টাকায় নেমে আসবে।
 
এ ছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশে প্রতিলিটার সয়াবিন তেলে ১০ টাকা কমানো হয়েছে বলেও জানান টিপু মুনশি। তিনি বলেন, এর সুফল টিসিবির কার্ডধারীরাও পাচ্ছেন।
 
আর চলতি বছরের জুলাই থেকে টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীকে তেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি ৫ কেজি করে চাল দেয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
 
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুলাই ঈদুল আজহা হতে পারে। হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *