ঢাকা হ্যাভেন এর পক্ষ থেকে এতিমদের মাঝে পোষাক বিতরণ

হামিদুল আলম সখা : ০৩/০৬/২০২৩ তারিখ সকাল ১১টায় লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল,৩১৫বি২ , বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর আয়োজনে সোনাকুড়া জামিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, নরসিংদীতে ১০০ এতিমদের মাঝে পোষাক বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর প্রেসিডেন্ট লায়ন মোঃ মাসুম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি২, বাংলাদেশ এর সাবেক জেলা গভর্নর লায়ন আলহাজ্ব মোঃ মোবারক হোসেন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫বি২, বাংলাদেশ এর জেলার ২য় ভাইস গভর্নর লায়ন মোঃ শাহাদাত হোসেন পিএমজেএফ।
সংগঠনের সাবেক প্রেসিডেন্ট ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ এর রিজন চেয়ারপার্সন লায়ন হামিদুল আলম সখা এর পরিচালনায় বক্তব্য রাখেন জোন চেয়ারপার্সন,ঢাকা হ্যাভেন এর সাবেক প্রেসিডেন্ট  লায়ন মোঃ আবুল হাশেম,ঢাকা হ্যাভেন এর ইনকামিং ট্রেজারার লায়ন হালিমা বেগম , এতিমখানা প্রধান শিক্ষক মাওলানা বশির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ১০০ এতিম শিশু কিশোরদের মাঝে পোষাক ও খাবার  বিতরণ করা হয়। জেলার ২য় ভাইস গভর্নর লায়ন মোঃ শাহাদাত হোসেন পিএমজেএফ এতিমখানায় একটি সোলার ব্যাটারী ক্রয়ের জন্য ১৮,০০০/-টাকা প্রদানের ঘোষণা দেন এবং এতিমদের প্রশিক্ষণ ও প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা হ্যাভেন এর প্রেসিডেন্ট লায়ন মোঃ মাসুম আহমেদ একটি কম্পিউটার প্রদানের ঘোষণা দেন।লায়ন মাসুম আহমেদ বলেন, এই কম্পিউটার এর মাধ্যমে প্রশিক্ষণ গ্রহন করে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই এতিম শিশুরা অন্যন্য ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক জেলা গভর্নর লায়ন আলহাজ্ব মোঃ মোবাররক হোসেন বলেন, তোমাদের মতো শিশু কিশোরদের মাঝে লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ।তোমরা ভালোভাবে লেখাপড়া করে নিজেকে যোগ্য করে গড়ে তোলো।
বিশেষ অতিথি জেলার ২য় ভাইস গভর্নর লায়ন মোঃ শাহাদাত হোসেন পিএমজেএফ বলেন, বাংলাদেশ এগিয়ে চলছে।৩০ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। উন্নয়নের পথে এগিয়ে চলছে দেশ। তোমাদের মনে একটি করে স্বপ্ন থাকতে হবে।সে স্বপ্ন বড় হয়ে তোমরা বাস্তবায়ন করবে।তবেই দেশ সমৃদ্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *