৪০ বছর লন্ডনে প্রবাসী থাকায় মেলেনি মুক্তিযোদ্ধার তালিকাভূক্ত স্বীকৃতি
নিজস্ব প্রতিনিধি: জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করতে যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান (মুক্তিযোদ্ধা) হিসেবে মূল্যয়ন করা হয়। কিন্তু জীবন জীবিকার তাগিদে ৪০ বছর লন্ডনে প্রবাসী থাকায় এখনও তালিকাভূক্ত মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খান। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানাস্থ টেংড়ীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম খান এর ছেলে। মহান মুক্তিযুদ্ধে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ১১নং সেক্টরে কমান্ডার মোঃ মোকাদ্দছ আলীর এর নেতৃত্বে বাতেন বাহিনীতে স্বক্রীয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।
জীবনের শেষ প্রহরে এসে তিনি উপলদ্ধি করেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া তার অধিকার। মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে পেতে নয় মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত সম্মান ফিরে পাওয়া তার প্রাণের দাবী। এ বিষয়ে তিনি বলেন, বিগত ৪০ বছর যাবত আমি লন্ডনে প্রবাসী হিসেবে কর্মরত থাকায় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হতে পারিনি। আমার জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্ত স্বীকৃতি নিয়ে পরজনমে যেতে পারি সেই প্রত্যাশায়, বর্তমান মুক্তিযোদ্ধাদের সম্মান দানকারী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আর্থিক সুবিধার জন্য নয়, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তালিকায় আমার নামটি অন্তর্ভুক্ত করা হলে আমি বিদায় বেলায় সরকারের প্রতি কৃতজ্ঞ চিত্তে কৃতার্থ তা জ্ঞাপন করে যেতে চাই ।