দুর্গাপূজা ঘিরে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক: আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ায় সবার সতর্ক থাকা জরুরি। এজন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে এবার প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, এবারের পূজায় এখন পর্যন্ত প্রতিমা ভাঙার ঘটনা তুলনামূলকভাবে কম এবং যেসব এলাকায় প্রতিমা ভাঙা হয়েছে, সেখানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী রোববার (২৮ সেপ্টেম্বর)। তার আগেই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে এবং পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

এ সময় মাদক নিয়ন্ত্রণ ইস্যুতেও কথা বলেন তিনি। তার ভাষ্যে, কক্সবাজার ও চট্টগ্রাম ছাড়াও বরিশাল ও বরগুনার সমুদ্রসংলগ্ন নৌরুট ব্যবহার করে দেশে মাদক প্রবেশ করছে। এর বিপরীতে চাল, সার ও ওষুধ পাচার হচ্ছে। আরাকান আর্মি মাদকের ওপর নির্ভরশীল হয়ে আছে। সাম্প্রতিক সময়ে প্রচুর মাদক আটক হওয়ায় বাজারে এর দাম বেড়ে গেছে।

কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, কৃষকরা আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। এই পরিস্থিতি অব্যাহত থাকলে কৃষকরা ভবিষ্যতে আলু চাষে নিরুৎসাহিত হবেন, যার প্রভাবে বাজারে আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *