প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল

খেলাধুলা ডেস্ক: প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টি টুর্নামেন্টে দল পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকান ৫ লাখ র‌্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) তাইজুলকে দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।

গতকাল জোহানেসবার্গে এসএটোয়েন্টির চতুর্থ আসরের নিলাম অনুষ্ঠিত হয়। এবারের নিলামে বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয় ১৪ জন ক্রিকেটারের। তারা হলেন- লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তাইজুল, তানজিম হাসান, তানজিদ হাসান, মাহেদি হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

এদের মধ্যে তাইজুল ও মুস্তাফিজকে নিলামে তোলা হয়। মুস্তাফিজ অবিক্রীত থাকলেও তাইজুলকে দলে নিয়েছে ডারবানস।

ডারবানস দলে আছেন হেনরিচ ক্লাসেন, সুনীল নারাইন, জস বাটলার, আইডেন মার্করাম, ডেভন কনওয়েদের মত মত তারকারা।

নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। ১৬.৫ মিলিয়ন দক্ষিণ আফ্রিকান র‌্যান্ডে তাকে দলে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস।

এসএটোয়েন্টির এবারের নিলামে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৭৮২ ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। সেখান থেকে ৫৪১ জনকে নিলামে তোলা হয়। যার মধ্যে বিদেশি ২৪১ জন ও দেশি ৩০০ জনকে উঠানো হয়।

নিলামে নাম তুললেও দল পাননি ৪৩ বছর বয়সী ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস এন্ডারসন।

আগামী বছরের ২৩ জানুয়ারি শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ছয় দল নিয়ে  এসএটোয়েন্টির চতুর্থ আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *