ডাকসু নির্বাচন নিয়ে ক্ষোভ, অনিয়মের অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থী আবিদের

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলেও নানা অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আট কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়। এসময় প্রায় ৩৯ হাজার ৮৭৪ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।

আবিদুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের আগে থেকেই সাইবার হামলা ও ভুয়া প্রচারণা চালানো হয়েছে। তিনি দাবি করেন, রিটার্নিং কর্মকর্তারাও এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, অন্তত দুটি কেন্দ্রে আগে থেকে পূরণ করা ব্যালট পাওয়া গেছে, যা আরও কেন্দ্রেও ঘটতে পারে বলে সন্দেহ করছেন তিনি। রোকেয়া হল ও অমর একুশে হলে শিক্ষার্থীরা এমন অভিযোগ তুলেছেন।

সংবাদ সম্মেলনে আবিদুল বলেন, “আমরা ভেবেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি গোটা বাংলাদেশকে উপহার দেবো। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই দায়িত্ব পালনে চরম ব্যর্থ হয়েছে। যদি নির্বাচনের ফল ম্যানিপুলেট করার চেষ্টা হয়, সাধারণ শিক্ষার্থীরাই সম্মিলিতভাবে প্রতিরোধ করবে।”

তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা দিনভর ক্যাম্পাসের ভেতর-বাহিরে ঘোরাঘুরি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১২টি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ভোটের শেষ মুহূর্তে এসে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তাহমিনা আক্তার নির্বাচন বর্জনের ঘোষণা দেন। অন্যদিকে অধিকাংশ প্রার্থী একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি ১৮টি হলে ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও লড়াইয়ে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *