নিশাঙ্কার সেঞ্চুরিতে সিরিজ জিতল শ্রীলংকা

খেলাধুলা ডেস্ক: ওপেনার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলংকা।

গতরাতে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকা ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। প্রথম ওয়ানডে ৭ রানে জিতেছিল লংকানরা। ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল শ্রীলংকা।

হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেটের সাথে ৫৫ রানের সূচনা করেন বেন কারান। বেনেট ২১ রানে ফিরলে দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন টেইলরকে ৬১ রান যোগ করেন কারান।

টেইলর ২০ ও কারান ৯টি চারে ৭৯ রানে ফেরার পর জিম্বাবুয়েকে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৭ রানের লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন সিকান্দার রাজা ও উইকেটরক্ষক ক্লাইভ মাদেন্দে। ষষ্ঠ উইকেট জুটিতে ৬৪ বলে ৭৬ রান তোলেন তারা।

রাজা ৫ চার ও ১ ছক্কায় ৫৫ বলে অপরাজিত ৫৯ রান এবং মাদেন্দে ৩৬ রান করেন। শ্রীলংকার দুসমান্থ চামিরা ৩ উইকেট নেন।

২৭৮ রানের টার্গেটে খেলতে নেমে ৬৮ রানে ২ উইকেট পতনের পর জোড়া হাফ-সেঞ্চুরির জুটিতে জয়ের পথেই থাকে শ্রীলংকা। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমার সাথে ৭৮ এবং অধিনায়ক চারিথ আসালঙ্কাকে নিয়ে ৯০ রানের জুটি গড়েন নিশাঙ্কা।

সামারাবিক্রমা ৩১ ও আসালঙ্কা ৭১ রানে থামলেও সপ্তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। ১৬টি চারে ১৩৬ বলে ১২২ রান করেন নিশাঙ্কা।

শেষ পর্যন্ত জানিথ লিয়ানাগের ১৯ ও কামিন্দু মেন্ডিসের ৫ রানের সুবাদে ৩ বল বাকী থাকতে জয় তুলে নেয় শ্রীলংকা। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ও ব্রাড ইভান্স ২টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন নিশাঙ্কা।

আগামী ৩ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলংকা ও জিম্বাবুয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *