জাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে আংশিক প্যানেল ঘোষণা

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে একটি আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ প্যানেল ঘোষণা করা হয়।প্যানেল ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির।

এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) পদে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মো. শাকিল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁঞা।

শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে হাসিবুল হাসান ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে তুর্য কির্তনীয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ ইফরাত আমিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন, নাট্য সম্পাদক মো. এরশাদ মিয়া, সহ ক্রীড়া সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৈয়দা আলভী খোরশেদ (নিতুল)।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়ছেন সৌরভ কুমার বিশ্বাস (শুভ), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আইরিন সুলতানা আঁখি, সহ সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে জান্নাতুল ফিরদাউস আনজুম, সহ সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) শরিফ মুহাম্মদ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে মো. রায়হান, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শামীম।

কার্যকরী সদস্য (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানজিদ বিশ্বাস রিচ, সুলতানুল মুল্ক শুভ ও মোহাম্মদ মাহদী। ক্রীড়া সম্পাদক পদে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দল, বাংলাদেশ জাতীয় ফুটসাল ফুটবল দলের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণের (বাংলা-৪৮) সম্মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে আমাদের স্বতন্ত্র প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *