কক্সবাজার পৌর নির্বাচন: মেয়রসহ ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদন: আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীসহ ৭৭ প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে চার ওয়ার্ডে ১৬ জন, ১২টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ৫৬ জন প্রার্থী রয়েছেন।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র সরওয়ার কামাল, কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের আবুল হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহজাহান, ১১ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম ও রিদুয়ান রশিদ, ১২ নম্বর ওয়ার্ডের শামীম আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
 

তিনি আরও জানান, শুক্রবার (২৬ মে) প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদানের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে ভোট।

কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, মেয়র পদে প্রার্থী হিসেবে মাঠে থাকা পাঁচ প্রার্থী হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, তার স্ত্রী জোসনা হক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাহেদুর রহমান।
 
কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন। ১২টি ওয়ার্ডে ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।
কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থিত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রার্থী ছিলেন

কক্সবাজার পৌরসভার নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২৫ মে) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এ দিন এক মেয়র প্রার্থীসহ ছয় জন মনোনয়ন প্রত্যাহার করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *