অনলাইন ডেস্ক : অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার ৮৬টি কারখানা অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।
তবে, ডিইপিজেড’সহ আশপাশের অনেক কারখানায় উৎপাদন চালু রয়েছে। বৃহস্পতিবার সকালে খোলা কারখানাগুলোয় শ্রমিকদের নির্বিঘ্নে প্রবেশ করতে দেখা গেছে।
এদিকে, বন্ধ কারখানাগুলোর সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। সড়ক ও মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
অপরদিকে, গাজীপুরের বেশিরভাগ কারখানার উৎপাদন চালু রয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানাগুলোতে প্রবেশ করতে দেখা গেছে।
এর আগে, গতকাল বুধবার ভোগড়া ও রাজেন্দ্রপুর এলাকার কিছু কারখানার শ্রমিকরা দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করে। শ্রমিকদের অভিযোগ, নোটিশ ঝুলিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে, ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার গেটের সামনে বিক্ষোভ করতে থাকে।