বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলা২১সংবাদ এর প্রধান সম্পাদক গুরুতর আহত

বিশেষ প্রতিবেদক: দেশব্যাপী  চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের সংবাদ সংগ্রহ করার সময় উত্তরা আজমপুর এলাকা থেকে সিনিয়র সাংবাদিক ( বাংলা২১সংবাদ ও অবাক পৃথিবীএর প্রধান সম্পাদক, দৈনিক সংলাপ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক) শফিউল মঞ্জুর ফরিদ গুলি বিদ্ধ হয়ে গুরুতর ভাবে আহত হয়।
গত ১৮ ই জুলাই বৃহস্পতিবার কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকা আন্দোলনকারীদের ঢাল হিসেবে ব্যবহার করে দুর্বৃত্তরা সারকারের বিভিন্ন স্থাপনা বিশেষ করে বিআরটি প্রকল্প ও উত্তরা মডেল থানা ভাংচুর করার সময় উল্লেখিত সিনিয়র এই সাংবাদিকের উপর দুর্চবৃত্তরা চরাও হয়ে ছবি তুলতে নিষেধ করে ও তার ক্যামেরা সিনিয়ে নেওয়ার অপচেষ্টা ও মোটরসাইকেল ভাংচুর করে। পরিস্থিতি খারাপ হওয়ায়  উক্ত স্থান ত্যাগ করার সময় দুর্বৃত্তদের ইটপাটকেল ও পুলিশের রাবার বুলেটে তিনি গুরুতর আাহত অবস্থায় উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সাংবাদিক যেনে দুর্বৃত্তরা পুনরায় আক্রমনের চেষ্টা করে বিধায় প্রাথমিক চিকিৎসা নিয়ে সেখান থেকে পালিয়ে আসেন। পুনরায় শনিবার ২০ শে জুলাই উক্ত হাসপাতালে গিয়ে তিনি তার হাতে বিদ্ধ সিসার স্প্রিন্টর বের করে চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *