শফিউল মঞ্জুর ফরিদঃ গত ২৪ শে মে শুক্রবার দুপুরে রাজধানীর বিমানবন্দর থানা-পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোঃ রাকিব মিয়া (২০) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আশকোনা এলাকা থেকে তাকে গ্রেফতরা করা হয় ।
বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম বিমানবন্দর এলাকার আশকোনা রোডের ফারুকের ফলের দোকানের সামনে থেকে তাঁকে আটক করে।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর-আশকোনা রোডের ফলের দোকানের সামনে অবস্থান নেয় পুলিশের এই টিম। পরে তল্লাশি করে রাকিব মিয়ার শরীরে স্কচ টেপ দিয়ে প্যাঁচানো বান্ডিল থেকে মোট এক কেজি গাঁজা জব্দ সহ আসামীকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় নিয়ে যায়।
পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম আরও জানান , এই ধরণের অভিযান অব্যাহত আছে এবং থাকবে ।পুরো এলাকা আমাদের কড়া নজরদারিতে রয়েছে ।
আটক মোঃ রাকিব মিয়ার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।