নিজস্ব প্রতিনিধি : গতকাল ২৩ মার্চ ২০২৪ইং তারিখ ঢাকা পূর্বাচল লায়ন্স ফ্যামিলী ক্লাব এর উদ্দ্যোগে রাজধানী ঢাকার রমনা থানাধীন এ্যাবাকাস কনভেনশন সেন্টারে রমাদান সার্ভিস, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি২ বাংলাদেশ এর গর্ভনর লায়ন আহমাদ উজ্জামান এমজেএফ, সাবেক গর্ভনর বীর মুক্তিযোদ্ধা লায়ন আনোয়ারুল বাসেত এমজেএফ, ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন শফিউল আলম শামীম এমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন শাহাদাৎ হোসেন পিএমজেএফ, ডিজিটিম, পিডিজিগণসহ অন্যন্যা নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ২০০জনের সুবিধাবঞ্চিত ও গাড়িচালকদের মাঝে রমজানের উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।
এ সময় হাজারো লায়ন সদস্যদের উপস্থিতিতে এ্যাবাকাস কনভেনশন সেন্টার মুখরিত হয়ে উঠেছিল। ইফতারের পূর্ব মূহুর্তে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের সার্বিক অবস্থার উন্নতি এবং ঢাকা পূর্বাচল লায়ন্স ফ্যামিলী ক্লাব উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করা হয়। ইফতারের পর রাতের খাবার প্রদান করা হয়।