মারা গেছেন হলিউড অভিনেত্রী গ্লেনেস জনস

বিনোদন ডেস্ক : মারা গেছেন হলিউড অভিনেত্রী গ্লেনেস জনস। ১০০ বছর বয়সী এই শিল্পী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিজ বাসায় গত বৃহস্পতিবার মারা যান। অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ম্যানেজার মিচ ক্লেম।

বিবৃতিতে ম্যানেজার বলেন, ‘জীবন নিয়ে গ্লেনেস ব্যতিক্রমী চিন্তা করতেন। তার বুদ্ধিমত্তা, অভিনয়ের জন্য ভালোবাসা লাখো ভক্তের কাছে পৌঁছে গিয়েছিল। আমরা তাকে শুধু হারানোর শোকেই বিলাপ করছি না, হলিউডের সোনালি যুগ যে শেষের দিকে, এটাও আমাদের ভাবাচ্ছে।’
গ্লেনেস জনসের জন্ম ১৯২৩ সালের ৫ অক্টোবর। এ অভিনেত্রী চল্লিশের দশকে ক্যারিয়ার শুরু করেন। প্রথমে তিনি পরিচিতি পান ১৯৪৭ সালে মুক্তি পাওয়া ‘ফ্রিয়েদা’ সিনেমার জন্য। অভিনয় করেছেন ১০০টির বেশি প্রজেক্টে। তার অভিনীত ‘মেরি পপিনস’ সিনেমাটি পাঁচটি শাখায় অস্কার জিতেছিল। এটিকে কালজয়ী চলচ্চিত্র ধরা হয়। এতে মিসেস ব্যাংকস চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন গ্লেনেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *