নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোপীবাগে চলন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বগির ভেতর থেকে আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনে রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে নাশকতার শিকার বেনাপোল এক্সপ্রেস ট্রেন পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।
আনোয়ার হোসেন বলেন, রাজধানীর গোপীবাগে চলন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয় বগির ভেতর থেকে। তবে কে বা কারা আগুন দিয়েছে, সেটি আমরা নিশ্চিত নই। ‘চ’ বগির মাঝখানের বা পাশে প্রথম আগুন জ্বলে ওঠে।
এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় নাশকতার অভিযোগে মামলা দায়ের করবে রেলওয়ে কর্তৃপক্ষ বলে জানিয়ে তিনি বলেন, মামলার তদন্তে রহস্য উন্মোচন হবে।
তিনি আরো বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার ঘটনা সমন্বিতভাবে তদন্ত করা হচ্ছে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ঘটনাও সব সংস্থা মিলে তদন্ত করা হবে। যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, শুক্রবার (৫ জানুয়ারি) রাাতে গোপীবাগে ট্রেনে আগুনের দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ও হাসপাতার কর্তৃপক্ষ নিহতদের পরিচয় এখনও সনাক্ত করেনি। তবে নিখোঁজ চারজনের পরিবার হাসপাতালে আসলেও তারাও লাশ সনাক্ত করতে পারেনি এখনও।
এছাড়া ওই ট্রেনে দগ্ধ হয়ে ৮ জন শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি রয়েছেন। বার্ন ইন্সটিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, দগ্ধদের অবস্থা আশংকাজনক।