তুরাগের ভূমিদস্যু আলাল গ্রেফতার

শফিউল মঞ্জুর ফরিদঃ রাজধানীর তুরাগের মুর্তীমান আতঙ্কের নাম আলাল উদ্দিন (আলাল)। স্থানীয়ভাবে সে ভূমিদস্য আলাল নামে পরিচিত। ১৮ই মে বৃহস্পতিবার তুরাগ থানা পুলিশের একটি টিম আলালের বাড়িতে অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করে।
জানা যায় গত ১৭ই মে তুরাগ থানাধীন বামনারটেক নিবাসী আব্দুর রব এর করা ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ (তুরাগ থানা মামলা নাম্বার ৩০)। অভিযোগের সূত্র থেকে জানা যায় দীর্ঘদিন যাবত জনৈক আব্দুর রউফের জমি জোরপূর্বক দখল করে রেখেছেন আলাল। বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা ও হাতিয়ে নিয়েছেন তিনি।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায় তার নামে বিভিন্ন অপকর্মের এক ডজন এর উপরে মামলা রয়েছে। তুরাগ থানাধীন দৌড় এলাকার অনেককেই বিভিন্ন উপায়ে সর্বশ্রান্ত করেছেন আলাল। তার এরূপ অপকর্মের প্রধান হাতিয়ার হিসেবে তিনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছে তাহার ছেলে ওমর ফারুক (হিমেল) কে। আলালের মদদ পেয়ে তার একমাত্র ছেলে হিমেল স্থানীয়ভাবে গড়ে তুলেছেন একটি কিশোর গ্যাং এই কিশোর গ্যাং ব্যবহার করে বিভিন্ন লোককে ভয়-ভীতি দেখিয়ে অপকৌশল অবলম্বন করে বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদাবাজি, ভূমি দখল সহ নানা অপকর্ম চালিয়ে আসছে আলাল। তার গ্রেপ্তারে স্থানীয়ভাবে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন। স্থানীয়রা আইনের আওতায় এনে আলালের কঠিন বিচার আশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *