নিজস্ব প্রতিনিধি : অদ্য ২২/১১/২০২েইং তারিখে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি২ বাংলাদেশ এর দ্বিতীয় এডভাইজরী কমিটির সভা লায়ন্স ফাউন্ডেশন এর নিজস্ব অডিটোরিয়াম আগারগাঁও এ অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশ ডিস্ট্রিক্ট গভর্নরের এটি দ্বিতীয় এডভাইজরী কমিটির সভা। এ সময় ফাস্ট এইড কীট এর উদ্বোধন করা হয়।
উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন মাননীয় জেলা গভর্নর লায়ন আহমাদ উজ্জামান এমজেএফ, ভাইস গভর্নর লায়ন শফিউল আলম শামীম এমজেএফ, সেকেন্ড ভাইস গভর্নর লায়ন শাহাদাত হোসেন পিএমজেএফ ও পিডিজি লায়ন এ টি এম নজরুল ইসলাম এমজেএফ, লায়ন মোঃ শফিক উল্লাহ্ নান্টু ও অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তরা নেতৃত্বের গুণাবলী, সঠিক নেতৃত্বের মাধ্যমে আত্মসুদ্ধি করে দেশ এবং দশের উন্নয়নে কার্যকরী ভূমিকা পালনের ব্যাপারে গুরুত্বারোপ করেন। বক্তরা বলেন, যোগ্য, সাহসী এবং সহানুভূতিশীল নেতৃত্বের জন্য নেতৃত্ব চর্চার বিকল্প নেই।
লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন লায়ন আইন উদ্দিন, লায়ন মহুয়া লিপি, ট্রেজারার লায়ন হালিমা বেগম, রিজন চেয়ারপার্সন লায়ন মোঃ আবুল হাশেম এবং ক্লাব প্রেসিডেন্ট লায়ন মাসুম আহমেদ।