নিজস্ব প্রতিনিধি : আজ ১৮ নভেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫.৩০ মিনিটে লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর আয়োজনে লায়ন মোঃ আবুল হাশেম কে সংবর্ধনা দেয়া হয়। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে জুলিও কুরি বঙ্গবন্ধু সাময়িকীর ৯ম বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে লায়ন আবুল হাশেম কে গবেষণামূলক কাজের জন্য সম্মাননা প্রদান করে।
সেই উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন লায়ন মোঃ আবুল হাশেম কে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর প্রেসিডেন্ট লায়ন মোঃ মাসুম আহমেদ।
লায়ন হামিদুল আলম সখা এর সন্চালনায় বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ বই এর রিজন চেয়ারপার্সন,সংবর্ধিত অতিথি লায়ন মোঃ আবুল হাশেম, জেলা গভর্নর এর এডভাইজার লায়ন এস এম কুদ্দুস মিয়া, ক্লাব ট্রেজারার লায়ন হালিমা বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম লায়ন মোঃ আইনউদ্দিন প্রমুখ।