স্টাফ রিপোর্টার : গতকাল ৪ নভেম্বর,২০২৩ইং তারিখ সকাল ৮ ঘটিকায় ক্ষণিকের মিলন রমনা পার্ক এর মাসিক সভা এবং নাস্তার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম । সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (অবঃ) মোঃ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের এডভোকেট ডক্টর জগলুল কবির, সহকারী এটর্ণী জেনারেল শাহাবুদ্দিন আহমেদ টিপু, রমনা ঊষার সেক্রেটারি ইসমাইল আহমেদ ভূঁইয়া আব্দুর রহিম, আল আরাফা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সহকারী পুলিশ সুপার সৈয়দ্দুজ্জামান, সংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, আইন সম্পাদক এসিষ্ট্যান্ট এটর্নী জেনারেল মোঃ শামীম খান, আয়কর আইনজীবী দেওয়ান জাকির হোসেন লোবান, অৰ্থ সম্পাদক মির্জা ইয়াসিন মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান (সিটি), ধর্ম বিষয় সম্পাদক মোতালেব হোসেন, প্রফেসার মোজাম্মেল হক, লায়ন শফিক উল্লাহ নান্টু, রমনা ঊষার সাবেক যুগ্ম সম্পাদক দেলোয়ার হাসান এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ, রমনা ঊষা’র সিনিয়র উপদেষ্টা আওলাদ হোসেন সাহেব।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, সকল নেতৃবৃন্দ ও সদস্যদেরকে দি গ্রীণ লাউঞ্জ রেস্টুরেন্ট এ আপ্যায়নের ব্যবস্থা করেন সংগঠনের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম মোড়ল। নাস্তা শেষে সংগঠনের পক্ষ থেকে নির্বাহী সদস্য রফিকুল ইসলাম মোড়লকে ফুলেল শুভেচ্ছা ও বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যসহ বিশেষ অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন সভাপতি। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্ষণিকের মিলন গাবতলা রমনা পার্ক এর সাধারণ সম্পাদক কামাল হোসেন।