শফিউল মঞ্জুর ফরিদ: গত ১৭ই মে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগ এর কর্মসূচির অংশ হিসেবে, উত্তরা পূর্ব থানা ছাত্রলীগ আয়োজিত এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের নেতৃত্বে উত্তরা আজমপুর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে উত্তরার বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে উত্তর সিটি কর্পোরেশনের সামনে এসে শেষ হয়। বিশাল এ মিছিলে উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের কর্মী ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।