দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য দেশের সব পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বস্ত করেছেন, এবারের পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারাদেশে মোট ৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে ৭ জন স্বেচ্ছাসেবক ও ৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় পূজা উদযাপন কমিটির ভলেন্টিয়াররাও সক্রিয় ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এ বছর আরও সুসংগঠিতভাবে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে পূজা উদযাপন হবে আনন্দঘন পরিবেশে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূজামণ্ডপ পরিদর্শনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, পূজা উৎসব হবে নিরাপদ, আনন্দঘন এবং সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *