অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে, তবে এই সিদ্ধান্তটি কোনো ব্যক্তি বিশেষকে প্রাধান্য দেওয়ার ভিত্তিতে নয়, বরং আন্তর্জাতিক বাজারের মূল্য তুলনা করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “পিটার হাসের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি যুক্তরাষ্ট্রভিত্তিক হলেও, কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয়, বরং দেশের চাহিদা এবং আন্তর্জাতিক মূল্য তুলনা করেই এলএনজি কেনা হচ্ছে।” অর্থ উপদেষ্টা এও জানান যে, বাণিজ্য ঘাটতি কমাতে গত কয়েক মাসে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো মূল্যবৃদ্ধি হয়নি।
এদিকে, বাংলাদেশে কর্মসংস্থান তৈরি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “কর্মসংস্থান হয় মূলত বেসরকারি খাতে। যদি ব্যবসা-বাণিজ্য কিছুটা মন্থর হয়ে যায়, তাহলে অবশ্যই কর্মসংস্থানের ওপর এর প্রভাব পড়বে।” তবে তিনি আশাবাদী যে, সাম্প্রতিক সময়ে ব্যবসা-বাণিজ্যের গতি কিছুটা বেড়েছে এবং এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) তাদের ট্যাক্স রেভিনিউও বাড়াতে সক্ষম হয়েছে।
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। এর মধ্যে হবিগঞ্জে একটি প্রকল্পে হাইটেক প্রযুক্তি ব্যবহার না করে রাস্তা প্রশস্তকরণ করা হবে, যা স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করবে। পাশাপাশি তিনি ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
এলএনজি আমদানির ক্ষেত্রে পিটার হাসের প্রতিষ্ঠানকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা—এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা তো আন্তর্জাতিক বাজার যাচাই করি এবং সব দেশের বাজারের মূল্য তুলনা করেই সিদ্ধান্ত নেই। এটি কোনো সহজ সিদ্ধান্ত নয়।”
অর্থ উপদেষ্টা আরও বলেন, “সার আমদানির দায়িত্ব কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের। আমরা বিষয়টি আরো খতিয়ে দেখব।