আটলান্টায় প্রীতম হাসানের শো স্থগিত

বিনোদন ডেস্ক: আটলান্টায় ফোবানার দ্বিতীয় দিনের রাতের বহুল প্রতীক্ষিত প্রীতম হাসানের শো অতিরিক্ত দর্শক সমাগমের কারণে স্থগিত হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

আয়োজকরা জানিয়েছেন, বাতিল নয়। শোটি রোববার দুপুর ১টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে ডুলুথের গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে এ শো হওয়ার কথা ছিল। দুপুরের পর থেকেই শত শত দর্শক প্রীতম হাসানের গান শোনার অপেক্ষায় হলে ভিড় করতে থাকেন। রাত ৯টার দিকে পুরো হল কানায় কানায় পূর্ণ হয়ে গেলে আয়োজকরা প্রধান ফটক বন্ধ করে দেন। এসময় বাইরে শত শত দর্শক অপেক্ষায় থাকেন।

হঠাৎ অনুষ্ঠান স্থগিত হওয়ার ঘোষণা আসতেই ভক্তদের মধ্যে হতাশা দেখা দেয়। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করলেও অনেকেই নিরাপত্তাজনিত কারণে আয়োজকদের সিদ্ধান্তকে সমর্থন করেন।

আয়োজক কমিটির চিফ কোঅর্ডিনেটর দিলু মওলা বলেন, দর্শকদের ভিড় প্রত্যাশার চেয়েও বেশি ছিল। নিরাপত্তার স্বার্থে ফায়ার ডিপার্টমেন্টের নির্দেশে অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে। তবে প্রীতম হাসানের ভক্তরা যাতে নিরাশ না হন, সেজন্য রোববার দুপুর ১টায় শো করার সিদ্ধান্ত নিয়েছি। ভক্তদের প্রত্যাশা—পুনঃনির্ধারিত সময়ে প্রীতম হাসানের গান উপভোগ করতে পারবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *