শফিউল মঞ্জুর ফরিদ : গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার, ফরিদপুর জেলা শহরের রঘুনন্দনপুর এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলার সদস্যরা, অভিযান চালিয়ে ইছাহাক আলী পাট্টাদার নামের একজন মাদক ব্যাবসায়ী কে ১০৪ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করে।
এ বিষয়ে ফরিদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী ইছাহাক আলী পাট্রাদার (৪৫), মৃত নূরুউদ্দিন পাট্টাদারের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসার সাথে জরিত বলে জানাযায়। তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর, বুধবার তাকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।