নিজস্ব প্রতিনিধি : গতকাল পহেলা জুলাই, ২০২৪ইং সোমবার লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি২ বাংলাদেশ এর মাননীয় আইপিডিজি লায়ন আহমাদ উজ্জজামান এমজেএফ এর উপস্থিতিতে লায়ন বছর ২০২৪-২৫ বরণএবং সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন শাহাদাত হোসেন পিএমজেএফ এবং সেকেন্ড ভাইস গভর্নর লায়ন বোরহান উদ্দিন এমজেএফ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং লায়ন সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে লায়ন বছর ২০২৪-২৫ কে বরণ করে নিতে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং ডিস্ট্রিক্ট ৩১৫ বি২ বাংলাদেশ পুর্বাচল লায়ন্স ফ্যামেলীর উদ্যোগে প্রায় ২০০ জন লায়ন্স ফাউন্ডেশনের কর্মচারি, ড্রাইভার এবং হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করায় মাননীয় আইপিডিজি লায়ন আহমাদ উজ্জজামান এমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন শাহাদাত হোসেন পিএমজেএফ এবং সেকেন্ড ভাইস গভর্নর লায়ন বোরহান উদ্দিন এমজেএফ সহ সকল লিডারগণের প্রশংসা করেন। এবং আগামীতে জেলার লিডারদের নির্দেশনা অনুযায়ী কাজ করার অঙ্গিকার করেন।