খেলাধুলা ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর, রোববার (২১ মে) লিগে ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ঘটনাবহুল ম্যাচে লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিউস জুনিয়র।
লিগে অ্যাওয়ে ম্যাচে শেষ তিনটিতেই হারলো রিয়াল মাদ্রিদ। টেবিলের নিচের দিকে থাকা দলটির বিপক্ষে কিছুটা পরিবর্তন নিয়েই একাদশ সাজিয়েছিলেন কার্লো আনচেলত্তি। তবে নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারেনি রিয়াল মাদ্রিদ।
৩৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি আসে লোপেজের পা থেকে। বাঁ দিক থেকে জাস্টিন ক্লুইভার্ট পাস দেন দূরের পোস্টে, ছুটে গিয়ে স্লাইডে রিয়াল মাদ্রিদের গোলরক্ষককে পরাস্ত করেন দিয়েগো লোপেস। বিরতির আগেই আবারো গোল খেতে বসেছিল রিয়াল। তবে তাদের বেলজিয়ান গোলরক্ষকের সুবাদে বেঁচে যায় তারা।
বিরতির পর নিজেদের ছন্দ ফিরে পেতে বেশ সময় নিয়ে নেয় রিয়াল। এই সময় বেশকিছু সুযোগ তৈরি করেছিল ভ্যালেন্সিয়া। তবে কোর্তোয়ার কল্যাণে বারবার বেঁচে যায় লস ব্লাঙ্কোসরা।
এরপর গ্যালারি থেকে এক দর্শক ভিনিসিউসকে কিছু একটা বললে উত্তেজনা আরও বেড়ে যায়। তখন প্রায় ৮ মিনিট খেলা বন্ধ থাকে। এরপর ম্যাচের যোগ করা সময়ে দুই দলের খেলোয়াড়দের মাঝে হাতাহাতি হয়। পরে ভিএআরে দেখা যায়, ভিনিসিউস ভ্যালেন্সিয়ার ফুটবলার লিনোকে হাত দিয়ে আঘাত করেন। যার কারণে ভিনিসিউসকে লাল কার্ড দেখান রেফারি। শেষ পর্যন্ত আর গোল করতে না পারায় ১-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।